হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি রেখে চলে গেল ইঞ্জিন

নেত্রকোনা প্রতিনিধি

সংযোগ হুক ভেঙে পেছনে থেকে যাওয়া মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেসের যাত্রাপথে সংযোগ হুক ভেঙে বগি রেখে ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ইঞ্জিনটি একটি বগিসহ নেত্রকোনা স্টেশনে গিয়ে পৌঁছায়।

নেত্রকোনা বড় রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় শ্যামগঞ্জ স্টেশনে পৌঁছে। যাত্রাবিরতি শেষে ছাড়ার কয়েক মিনিট পর চল্লিশা এলাকায় গিয়ে বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে একটি বগিসহ ইঞ্জিনটি নেত্রকোনা বড় স্টেশনে চলে আসে। আর বাকি বগিগুলো চল্লিশা এলাকায় থেকে যায়। ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে ইঞ্জিন ও লোকজন আসছেন। তাঁরা এসে সমস্যা সমাধান করে ট্রেনটি চালু করবেন। এতে কিছুটা সময় লাগবে।

এদিকে এমন ঘটনার পর ঢাকা থেকে আসা বারহাট্টা ও মোহনগঞ্জের যাত্রীরা বেশ বিপাকে পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে বাস ও অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা হন।

মোহনগঞ্জ শহরের বাসিন্দা রফিকুজ্জামান ইদ্রিস বলেন, ‘ময়মনসিংহ থেকে বাড়ি যাওয়ার জন্য মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম। পথে শ্যামগঞ্জ স্টেশন ছাড়ার কিছু সময় পর হঠাৎ করে ট্রেনের গতি কমতে থাকে। পরে জানা গেছে যে ট্রেনের ইঞ্জিন চলে গেছে বগি ফেলে। শেষে বাধ্য হয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে বাস ও সিএনজি অটোরিকশায় করে গন্তব্যে রওনা হন। মালপত্র নিয়ে যাত্রীরা বেশ দুর্ভোগের শিকার হন। আমি নিজেও বাসে করে গন্তব্যে রওনা হই।’

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী