হোম > সারা দেশ > নেত্রকোণা

মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশু নিহত, আটক ৫ 

নেত্রকোনা প্রতিনিধি

মাছ ধরাকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে টেটার আঘাতে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করেছে। 

নিহত সজিব (১০) ওই গ্রামের আশিক মিয়ার ছেলে। মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতদের মধ্যে সোলাইমান, গোলাম রব্বানী ও আব্দুল হেমিককে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক ব্যক্তিরা হলেন, পশ্চিম ফতেপুর গ্রামের চান মিয়া, আনছু মিয়া, মল্লিক, দেওসহিলা গ্রামের ওয়াকিব ও শামছুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বিকেলে পশ্চিম ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ডোবায় একই গ্রামের আনছু মিয়া তাঁর লোকজন নিয়ে জোড় পূর্বক মাছ ধরতে যায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে টেটার আঘাতে সজিব নিহত হয়। 

মদন থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান জানান, মাছ ধরাকে কেন্দ্র করে সজিব নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২