হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় রাতে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে হামলায় আহত যুবকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় রাতে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে হামলায় আহত সাকিম মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের শান্ত মিয়ার ছেলে।

সাকিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাতে স্থানীয় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যান সাকিম। সভায় একই গ্রামের আজিজুল হকসহ কিছু বখাটে নারীদের উত্ত্যক্ত করছে দেখে প্রতিবাদ করেন সাকিম। এরই জেরে সভা থেকে রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা করা হয়। এ সময় সাকিমের সঙ্গে থাকা টাকাপয়সা নিয়ে যায়। আহত সাকিমকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার পর গত ২৫ অক্টোবর সাকিম মিয়ার বাবা শান্ত মিয়া বাদী হয়ে আজিজুল হককে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।
 
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, লাশ এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আগে করা মামলাটিই এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র