হোম > সারা দেশ > নেত্রকোণা

ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে প্রাণ গেল বাবা-মায়ের

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলায় কাভার্ড ভ্যানচাপায় দম্পতি নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন, উপজেলা ছোছাউড়া গ্রামের নিজাম উদ্দিন (৫৪) ও তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৪২)।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী, মেয়ে ও শ্যালককে নিয়ে উপজেলার ফাজিলপুর বাজারের পাশেই ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে পাবই শেখপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাঁদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিজাম উদ্দিন ও তাঁর স্ত্রী মারা যান। অন্য দুইজন আহত হন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করে স্থানীয়রা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা

নেত্রকোনার আটপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে বহু আহত

নেত্রকোনায় আগুনে পুড়ল ২৫ দোকান, আহত ১

নেই কোনো কর্মকর্তা, নেত্রকোনায় পিয়ন দিয়ে চলে শিক্ষা কার্যালয়

বিএনপি ও জামায়াত দুই দলেরই নেতা বেলায়েত

নেত্রকোনায় হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু