নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদের পাড়ের মাটি ভেঙে নৌকার ওপর পড়ে ঘুমন্ত অবস্থায় আলখাছ মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় ধনু নদের ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আলখাছ মিয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি বিআইডব্লিউটিএতে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন। ধনু নদে কার্গো-বাল্কহেড চলাচলে সংকেত (মার্কার) দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন তিনি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলখাছ মিয়া বিআইডব্লিউটিএ আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে ধনু নদে গভীরতা অনুযায়ী কার্গো-বাল্কহেড চলাচলে সহায়তার জন্য সংকেত দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। গতকাল রোববার দুপুরে কাজ শেষে জগন্নাথপুর ফেরি ঘাটে নৌকাতেই ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় হঠাৎ নদের পাড় ভেঙে বিশাল মাটির খণ্ড নৌকাটির ওপর পড়ে। এতে নৌকা ডুবে মাটির নিচে চাপা পড়ে মারা যান আলখাছ। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লেপসিয়া নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে।
খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।