হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কবীর মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত জসীম উদ্দিন (৭০) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কবীর মিয়া আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের কাওপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটপাড়া থেকে বরযাত্রী নিয়ে দুটি বাস ও একটি মাইক্রোবাস কনের সদর উপজেলার বনগাঁও গ্রামের উদ্দেশে রওনা হয়। কনের বাড়ির কাছাকাছি গিয়ে চুচুয়া নামক স্থানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা ৩৫-৪০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কবীর মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তিদের মধ্যে জসীম উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেল্পার পলাতক রয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড