হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বৃষ্টি ও উজানের ঢলে প্রধান চার নদ-নদীর পানি বেড়েই চলেছে। আজ রোববার সকালে এসব নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই অবস্থায় ছিল।

পানি উন্নয়ন বোর্ড জানায়, চার নদ-নদীর মধ্যে উব্দাখালী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বেড়েছে সবচেয়ে বেশি।

জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান জানান, জেলার সোমেশ্বরী, কংশ, ধনু, উব্দাখালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে আজ সকাল ৯টার দিকে উব্দাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এতে নদীর দুই তীর ছাপিয়ে পানি লোকালয়ে ঢোকার শঙ্কা জাগিয়েছে।

সারোয়ার জাহান আরও জানান, কংশ নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪৮ মিটার এবং ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তা ছাড়া সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে ২ দশমিক ৯০ মিটার, বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৬ দশমিক ২৯ মিটার নিচ দিয়ে বইছে।

কলমাকান্দা সদরের বাসিন্দা শামীম আহমেদ বলেন, ‘কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। উজানের ঢলের পানিও আসতেছে। সব মিলে সময়ের সঙ্গে সঙ্গে উব্দাখালী নদীর পানি বাড়তেছে। এখন একেবারে কিনারে এসে পড়ছে। এভাবে বাড়লে এলাকার নিচু অঞ্চলে পানি ঢুকে পড়বে।’

একই কথা জানালেন কলমাকান্দা সদরের মোজাম্মেল হক। তিনি বলেন, পানি আরেকটু বাড়লেই নিচু এলাকায় পানি ঢুকে পড়বে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী