হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনা-১: স্বতন্ত্র প্রার্থী হবেন ঝুমা তালুকদার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে এমপি পদে নির্বাচন করার জন্য চেয়ারম্যান পদত্যাগ করেন। কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। 

তাই জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। 

গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগ ২৯৮ আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে। এ আসনে ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্ত পাননি। মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী।

ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। 

এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঝুমা তালুকদারের পক্ষে তাঁর প্রতিনিধি মো. আবু রায়হান। 

বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স। 

স্বতন্ত্র প্রার্থিতার বিষয় জানতে চাইলে ঝুমা তালুকদার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন করতে দলের কোনো বাধা নেই। নেত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে, তাই নির্বাচন করব। আমি দীর্ঘদিন যাবত দলের জন্য কাজ করে আসছি। আমার পিতা মরহুম জালাল উদ্দিন তালুকদার এ আসনের সংসদ সদস্য ছিলেন। আমার পিতার অসমাপ্ত কাজগুলো আপনাদের সঙ্গে নিয়ে সমাপ্ত করতে চাই। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।’

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ