হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ অপর দুই জেলের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ অপর দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলমাকান্দার সোনাডুবি ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে লাশ দুটি উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে গতকাল সোমবার সকালে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

গত রোববার রাত ৩টার দিকে ঝড়ে জেলার কলমাকান্দার সোনাডুবি ও মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন অনীল চন্দ্র দাস (৪৫) ও দুলাল তালুকদার (৬০)। আজ মঙ্গলবার সকালে সোনাডুবি হাওর থেকে অনীলের লাশ উদ্ধার করা হয়। তা ছাড়া মোহনগঞ্জের ডিঙাপোতা হাওরে নিখোঁজ দুলাল তালুকদারের (৬০) লাশ গতকাল সোমবার সন্ধ্যায় উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল সোমবার সকালে আব্দুল কুদ্দুসের (৩৮) লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, অনীল চন্দ্র দাসের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহনগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে দুলাল তালুকদারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার