হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় মাদকের টাকা না পেয়ে বাবার ওপর চড়াও, লাঠির আঘাতে যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় বাবার লাঠির আঘাতে সুমন মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এই ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

আজ শনিবার সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুমন মিয়া নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য বাবাকে প্রায়ই চায় দিতেন। এসব নিয়ে বাবা শাহেদ মোড়লের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। গতকাল শুক্রবার সকালে মাদকের জন্য সুমন তার বাবার কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাবার ওপর চড়াও হন সুমন। 

এ সময় হাতের কাছে থাকা কাঠের লাঠি দিয়ে সুমনের মাথায় আঘাত করেন তাঁর বাবা। তাতে গুরুতর আহত সুমনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো তাঁকে হয়। মমেকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র