হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় কলেজ ভবনে যুবকের অস্বাভাবিক মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজের একটি ভবনে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সজীব মিয়া (২২)। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। 

আজ শনিবার দুপুর ১২টার দিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সজীব সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার নিজামপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে মোহনগঞ্জ সরকারি কলেজের নতুন ভবনের দরজা-জানালার ওয়েল্ডিংয়ের কাজ শুরু করেন সজীব। থাকতেন কলেজের একটি ভবনের দোতলায়। উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা ছিল সজীবের। সারা দিন কাজ শেষে বিকেলে শরীর খারাপ লাগছে বলে জানান সহকর্মীদের। পরে ভবনের দোতলায় বিশ্রাম নিতে যান। সহকর্মীরা সন্ধ্যায় ডাকাডাকি করলে সাড়া দেননি সজীব। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

পরিবারের বরাত দিয়ে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আগে থেকেই উচ্চরক্তচাপ ও হার্টের সমস্যা ছিল সজীবের। হয়তো স্ট্রোক করে থাকতে পারেন। 

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তাই আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র