হোম > সারা দেশ > নেত্রকোণা

যৌতুক না পেয়ে বিয়ের আসর থেকে বর চলে যাওয়ার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

রীতি অনুযায়ী গেট সাজিয়ে কনের বাড়িতে করা হয় বিয়ের আয়োজন। যথাসময়ে বরযাত্রী আসে সেখানে। আত্মীয়স্বজনদের খাওয়াদাওয়া শেষে কাজি বিয়ে পড়াতে শুরু করবেন; এমন সময় বাধে যৌতুকের টাকা নিয়ে বিপত্তি। টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বরের বিরুদ্ধে। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে বর চলে যাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে আজ শুক্রবার দুপুরে কনের বাবা বাদী হয়ে বর ও তাঁর বাবাসহ তিনজনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় অভিযোগ দেন। বিয়ের অনুষ্ঠানে দুই লাখ টাকা খরচ হয়েছে বলে দাবি কনের বাবার।

অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি জানান, আজ দুপুরে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযোগ ওঠা বর হলেন কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো. হাসেন মিয়া (২৫)। কনের বাড়ি পার্শ্ববর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এক সপ্তাহ আগে হাসেন মিয়ার সঙ্গে বটতলা গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়। ওই সময় কনের বাবা বিয়ের খরচ বাবদ বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন। গতকাল বিকেলে এই বিয়ে হওয়ার কথা ছিল। 

গতকাল সময়মতো বরের সঙ্গে ৪০ জন আসেন। খাওয়াদাওয়া শেষে বিয়ের কার্যক্রম শুরু হলে বরের পক্ষ থেকে আরও ৭০ হাজার টাকা চাওয়া হয়। টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে বিয়ের আসর থেকে বরযাত্রীর লোকজন বরকে নিয়ে চলে যান। এই ঘটনায় আজ দুপুরে ওই কনের বাবা বাদী হয়ে বর ও তাঁর বাবাসহ তিনজনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় অভিযোগ দেন। বিয়ের অনুষ্ঠানে দুই লাখ টাকা খাওয়াদাওয়া ও ডেকোরেশনে খরচ হওয়ার কথা কনের বাবা অভিযোগে উল্লেখ করেন বলে জানায় পুলিশ। 

এ বিষয়ে জানতে বর হাসেন মিয়ার মোবাইল ফোনে কল করা হলে তাঁর মামা সবুজ মিয়া বলেন, ‘বিষয়টি মূলত ভুল-বোঝাবুঝির। আজ দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। বর ও কনে পক্ষের লোকজনের মধ্য সমঝোতা হয়েছে।’ আজ রাতে বিয়ে করাতে বরকে নিয়ে ওই কনের বাড়িতে যাবেন বলে সবুজ মিয়া জানান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র