হোম > সারা দেশ > নেত্রকোণা

পরীক্ষার্থী মোটে তিনজন, এবারও এইচএসসি পাস করেনি কেউ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ‘কলমাকান্দা মহিলা কলেজ’ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থী এবারও পাস করতে পারেননি। ২০১৯ সালে কলেজটি প্রতিষ্ঠার পর প্রথম পরীক্ষায় গত বছর অংশ নিয়েও এই তিনজন অকৃতকার্য হয়েছিলেন। কলেজটিতে এখন পর্যন্ত শিক্ষার্থীও এই তিনজনই।

কলমাকান্দা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে কলমাকান্দা শহরের ধানমহাল এলাকায় ‘কলমাকান্দা মহিলা কলেজ’ নামে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। এর প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদের স্ত্রী সেলিনা আক্তার কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। কলেজে অধ্যক্ষসহ চার-পাঁছজন শিক্ষক রয়েছেন। তিনজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করার পর আর কেউ ভর্তি হয়নি। পরপর দুই বছর ওই তিন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও তাঁরা পাস করতে পারেননি। 

স্থানীয়রা বলেন, এটি শুধু নামে মাত্র কলেজ। পর্যাপ্ত অবকাঠামো নেই। নেই শিক্ষার পরিবেশ। তাই এখানে কোনো শিক্ষার্থী ভর্তি হয় না। 

প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে অ্যাফিলিয়েশন পায়। দুই বছর ধরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর এই তিন শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছিল। এবারও তারা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফেল করে। 

অনুমোদন পাওয়ার পর কলেজটি থেকে ২০২১ সালে প্রথম এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থী না থাকায় তা আর হয়নি। কলেজের নামের সঙ্গে স্কুল থাকলেও এখন পর্যন্ত স্কুলে ভর্তি শুরু হয়নি। 

এ বিষয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাইলে প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ বলেন, ‘আমার স্ত্রী এই কলেজের অধ্যক্ষ। তাই আমার বক্তব্যই তাঁর বক্তব্য। আলাদাভাবে অধ্যক্ষের বক্তব্য নিতে হবে না।’ 

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ‘কলমাকান্দায় মহিলা কলেজ আছে এটা আমার জানা নেই। আপনার কাছ থেকেই প্রথম জানলাম। খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’ 

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী