হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় কোচ সম্প্রদায়ের বর্ণিল বিহু উৎসব উদ্‌যাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য করেন শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কোচ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিহু উৎসব উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর। একাডেমির নৃত্যশিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, শেরপুর জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, কোচ লেখক ও গবেষক যুগল কিশোর কোচ এবং সমাজকর্মী সুশান্ত কোচ।

আলোচনায় বক্তারা বলেন, বিহু কোচ সম্প্রদায়ের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব, যা তাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এটি মূলত কোচদের নববর্ষ উদ্‌যাপনের উৎসব। গীত, নৃত্য ও ঐতিহ্যবাহী সাজসজ্জার মধ্য দিয়ে কোচরা তাদের ইতিহাস ও সংস্কৃতিকে জীবন্ত করে তোলেন। এই উৎসব টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দিতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে আগত কোচ সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী পোশাকে নেচে-গেয়ে তাঁদের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি দর্শকদের সামনে তুলে ধরেন।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী