হোম > সারা দেশ > নেত্রকোণা

ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধার ৬ দিন পর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত বৃদ্ধা (৬০) ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত বুধবার সকালে উপজেলার বাড়হা এলাকায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। এতে মাথায় ও পায়ে জখম হওয়া ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তার পরিচয় জানা যায়নি।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ধ্রুব সাহা জানান, গত বুধবার বেলা সোয়া ১১টার দিকে স্থানীয়রা অজ্ঞাত ওই নারীকে মাথায় ও পায়ে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে যান। ইতিমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনসহ থানা-পুলিশকে জানানো হয়েছে। আজ সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। এরই মধ্যে তিনি মারা গেছেন।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, গত বুধবার সকালে বাড়হা এলাকায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ধাক্কায় পথচারী ওই নারী আহত হয়েছিলেন। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। এত দিনেও তার পরিচিত কেউ যোগাযোগ করেননি।

শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুন অর-রশিদ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিচয় জানতে চেষ্টা করা হচ্ছে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী