নেত্রকোনার দুর্গাপুরে হৃদয় সরকার (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাতে পুলিশ পৌর শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার নিজ বাড়ি থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিতে যায়।
জানা যায়, হৃদয় সরকার ওই এলাকার বিমল সরকারের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের উৎরাইল বাজারে হৃদয়ের মা চায়ের দোকান। প্রতিদিনের মতো গতকাল সোমবার দুপুর পর্যন্ত দোকানদারি করে বাসায় যায় হৃদয়। বিকেল ৫টায় হৃদয়ের মাসি ঘরে ঢুকে দেখতে পায় হৃদয়ের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এসে হৃদয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক আনিসুল হক জানান, আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।