হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশের বাধা, আটক ৪

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের বাধার মুখে উপজেলা বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ দলটির চার নেতা-কর্মীকে আটক করেছে। আজ রোববার সকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন উপজেলা বিএনপি নেতা-কর্মীরা। 

উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আজ রোববার সকালে পৌর শহরের কাচারি মোড় এলাকা থেকে পুষ্পস্তবক অর্পণের জন্য নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে একসময় আমাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। পরে লাঠিপেটা করে পুলিশ ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় বিএনপি নেতা ইমাম হাসান আবুচান, আতাউর রহমান ফরিদ, আবু সিদ্দিক রুক্কু ও শাহ আলমকে ধরে নিয়ে যায় পুলিশ।

তবে অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, ‘আমরা কোনো হামলা করিনি। বিএনপি নেতা-কর্মীরা উল্টো আমাদের ওপর ইট-পাটকেল ছুড়লে আত্মরক্ষার্থে ওই সমাবেশ পণ্ড করার লক্ষ্যে ফাঁকা গুলি ছোড়া হয়।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র শহীদ মিনারে যাওয়ার সময় পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন। তিনি আটক নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার