হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুলিশের বাধা, আটক ৪

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের বাধার মুখে উপজেলা বিএনপির স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ দলটির চার নেতা-কর্মীকে আটক করেছে। আজ রোববার সকালে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন উপজেলা বিএনপি নেতা-কর্মীরা। 

উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আজ রোববার সকালে পৌর শহরের কাচারি মোড় এলাকা থেকে পুষ্পস্তবক অর্পণের জন্য নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে একসময় আমাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। পরে লাঠিপেটা করে পুলিশ ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় বিএনপি নেতা ইমাম হাসান আবুচান, আতাউর রহমান ফরিদ, আবু সিদ্দিক রুক্কু ও শাহ আলমকে ধরে নিয়ে যায় পুলিশ।

তবে অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, ‘আমরা কোনো হামলা করিনি। বিএনপি নেতা-কর্মীরা উল্টো আমাদের ওপর ইট-পাটকেল ছুড়লে আত্মরক্ষার্থে ওই সমাবেশ পণ্ড করার লক্ষ্যে ফাঁকা গুলি ছোড়া হয়।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পবিত্র শহীদ মিনারে যাওয়ার সময় পুলিশের হামলার নিন্দা জানিয়েছেন। তিনি আটক নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

নেত্রকোনায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, ফের সংঘাতের আশঙ্কা