হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে। ইউএনওর নম্বরটি ক্লোন করে টিসিবি ডিলারসহ বেশ কয়েক ব্যক্তিকে কল করে টাকা দাবি করছে একটি চক্র।

সংশ্লিষ্টদের থেকে জানতে পেরে থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেছেন ইউএনও। একই সঙ্গে মোবাইল নম্বর ক্লোন করার বিষয়টি উল্লেখ করে উপজেলা প্রশাসনের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে। আজ রোববার দুপুরে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, ‘আমার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করেছে কোনো একটি চক্র। সেইম নম্বর ব্যবহার করে স্থানীয় টিসিবি ডিলারসহ অনেককে কল করে টাকা দাবি করছে। চক্রটিকে ধরার মতো কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত তাদের ধরা যাবে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হচ্ছে। তথ্য-প্রমাণ যেগুলো আছে, সেই অনুযায়ী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী