হোম > সারা দেশ > নেত্রকোণা

নদীতে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর রুয়েল রিছিল (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

রুয়েল রিছিল দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের কৃষক অনুত সাংমার ছেলে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় সোমেশ্বরী নদীতে তিনি নিখোঁজ হন।

লাশ উদ্ধারের বিষয়ে আজকের পত্রিকাকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা রুয়েলের লাশ উদ্ধার করেছেন। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে চার বন্ধুর সঙ্গে রুয়েল সোমেশ্বরী নদীতে মাছ ধরতে যান। ফারংপাড়া বটতলা জিরো পয়েন্ট এলাকায় চোরাবালুর গর্তে পড়ে যান রুয়েল। তাঁর চিৎকার শুনে সঙ্গে থাকা তিন বন্ধু তাঁকে উদ্ধার করতে গেলে তাঁরাও গর্তে পড়ে যান।  বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা আলামিন দ্রুত নৌকা নিয়ে ঘটনাস্থলে এসে তিনজনকে উদ্ধার করতে পারলেও স্রোতে ভেসে যান রুয়েল।

স্থানীয় লোকজন প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনার দিন সন্ধ্যা থেকে উদ্ধারকাজ শুরু করে।  কিন্তু দুই দিনে তারা নিখোঁজ যুবককে উদ্ধারে ব্যর্থ হয়। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে রুয়েলের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

রুয়েলের বন্ধু দারউইন মারাক বলেন, ‘চার বন্ধু মিলে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে যাই। এ সময় রুয়েল দুই-তিনবার নদীতে জাল ফেলার পর হঠাৎ চিৎকার শুরু করে। চিৎকার শুনে দ্রুত তাঁকে উদ্ধার করতে গেলে আমরাও গর্তে পড়ে যাই। এরপর স্থানীয় এক ব্যক্তি আমাদের উদ্ধার করেন। তবে বন্ধু রুয়েল নিখোঁজ থেকে যায়।’

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে