হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে ৯ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র

নেত্রকোনা প্রতিনিধি

নিখোঁজ স্কুলছাত্র আতিকুর রহমান অনিক। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার এক স্কুলছাত্র ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৬ নভেম্বর সকাল থেকে নিখোঁজ সে। এ ঘটনায় পরদিন ২৭ নভেম্বর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ স্কুলছাত্রের নাম আতিকুর রহমান ওরফে অনিক (১৬)। সে খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সমাজ সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামের অনিক মানিক মিয়ার তিন ছেলের মধ্যে মেজ সে।

পরিবার সূত্র জানায়, অনিক গত ২৬ নভেম্বর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পায়নি। ২৭ নভেম্বর অনিকের মা রোজিনা আক্তার মোহনগঞ্জ থানায় জিডি করেন।

অনিকের মা রোজিনা আক্তার বলেন, ‘আমার স্বামী দিনমজুর। অনেক কষ্ট করে ছেলেদের লেখাপড়া করাচ্ছি। পরিচিত সব জায়গায় খুঁজেও তার কোনো খোঁজ পাচ্ছি না।’

খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মৌলা বলেন, ‘অনিক আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। লেখাপড়ায় ভালো। তার নিখোঁজ হওয়ার খবর শুনে হতবাক হই।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, থানায় জিডি হওয়ার পর থেকেই পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এখনো ছেলেটির কোনো খোঁজ মেলেনি।

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা