হোম > সারা দেশ > নেত্রকোণা

অস্বাস্থ্যকর বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রতিনিধি

দুর্গাপুর (নেত্রকোনা): সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে করোনা সংক্রমণ বেড়েছে। এ কারণে ওষুধের দোকান ব্যতীত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পরে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে বিধিনিষেধ তদারকি ও প্রচারে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বুধবার রাতে ক্ষতিরকর রাসায়নিক ও নোংরা পরিবেশে কেক, রুটি, বিস্কুট তৈরি করায় ভৈরব বেকারিকে জরিমানা ও মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা। আদালত দুটি মামলা এবং ১০ হাজার ২০০ টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান, প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল কর।

এর আগে গত ২০ জুন উপজেলায় একই দিনে এক পরিবারের আটজনসহ নয়জনের করোনা শনাক্ত হলে ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান রাতেই কঠোর বিধিনিষেধের গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে উল্লেখ করা হয়, ওষুধের দোকান ব্যতীত ভারতীয় সীমান্তবর্তী এলাকাসমূহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টা ও অন্যান্য এলাকায় ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধসহ কাঁচা বাজারসমূহ উন্মুক্ত স্থানে স্থানান্তর করে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। এ বিধিনিষেধ বাস্তবায়নে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। 

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার