হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকারের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

বাঁধের অংশ জাল দেওয়া। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার করার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বাঁধ কেটে দেওয়ায় হাওরের হাজারো হেক্টর জমির বোরো ফসল উৎপাদন ব্যাহত হতে পারে।

গত ১৪ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দেওয়া হয়। উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের আপনুজ্জামান আপন নামে এক ব্যক্তি এই অভিযোগ দেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচহাট গ্রামের সামনে বিশাল হাওর নামে একটি হাওর রয়েছে। ওই হাওরে পাঁচহাট গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের কৃষকদের হাজারো হেক্টর ফসলি জমি আছে। হাওরে কেওরালা নামের একটি জলমহাল রয়েছে। ওই জলমহালে মাছ ধরার জন্য বয়রা মৎস্যজীবী সমবায় সমিতি ছয় বছরের জন্য ইজারা পায়।

জলমহালের পাশেই রয়েছে হাওরের ফসল রক্ষা বাঁধ। মাছ ধরার জন্য ওই ফসল রক্ষা বাঁধ কেটে ভীম জাল দিয়ে মাছ শিকার করছে জলমহালের দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ। এতে করে ফসল রক্ষা বাঁধ ও হাওরের কয়েক হাজারো বোরো ফসলের জমি চাষাবাদের হুমকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রভাবশালীদের মাছের লোভে স্থানীয় কৃষকেরা তাঁদের জমি আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ বলেন, ‘বর্ষার পানিতে ফসল রক্ষা বাঁধ ভেঙে যায়। আমার জলমহালের পাশেও বাঁধ ভেঙে যাওয়ায় জাল দিয়ে মাছ আটকে রেখেছি। আমি কোনো বাঁধ কেটে দিইনি। শত্রুতা করে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।’

খালিয়াজুরী ইউএনও’র দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসান বলেন, ‘এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান বলেন, ‘বাঁধ পরিদর্শনের করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান