হোম > সারা দেশ > নেত্রকোণা

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় স্কুল পরিচালক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা মামলায় স্কুল পরিচালক মো. আবুল কালাম আজাদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ রোববার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল শনিবার রাত ২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আবুল কালাম আজাদ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হাপানিয়া গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। 

মামলা ও গ্রেপ্তার আবুল কালামকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, পূর্বধলার ফাজিলপুর বাজারে অবস্থিত রাবিয়া মাহমুদ মডেল স্কুলের পরিচালক আবুল কালাম দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির তিন শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করছিলেন। এক শিক্ষার্থীকে স্কুল ছুটির পর কৌশলে ডেকে নিয়ে স্কুলের বাথরুমে ও তাঁর কক্ষে যৌন নির্যাতন করতেন। এতে ওই শিক্ষার্থীরা স্কুলে যেতে চাইত না। স্কুলে যাওয়ার কথা বললে কান্নাকাটি শুরু করে। 

বিষয়টি এক শিক্ষার্থী গত সোমবার তার পরিবারকে জানায়। পরে ওই শিক্ষার্থীর নানা বাদী হয়ে আবুল কালামের বিরুদ্ধে পূর্বধলায় থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি। আরও দুই শিক্ষার্থীকে আবুল কালাম যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ ওঠে। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত আবুল কালামকে আগামীকাল সোমবার সকালে আদালতে পাঠানো হবে।

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার