হোম > সারা দেশ > নেত্রকোণা

ধাক্কা মেরে মোটরসাইকেল নিয়ে খেতে পড়ল ট্রাক্টর, নিহত ১ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ ট্রাক্টর সড়ক থেকে খেতে পড়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার তেলিগাতী এলাকায় নেত্রকোনা-মদন সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক মো. মোজাম্মেল (৩০)। তিনি আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের সন্তু মিয়ার ছেলে। আহত রাজন একই গ্রামের বাসিন্দা, তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ. রহিম। তিনি বলেন, ‘ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

নিহত মোজাম্মেলের ভাতিজা সেলিম মিয়া জানান, আজ বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে তেলিগাতী বাজারে যাচ্ছিলেন মোজাম্মেল ও রাজন। বাজারের কাছে নেত্রকোনা থেকে আসা একটি ট্রাক্টর তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা মেরে সড়কের পাশের খেতে নিয়ে পড়ে যায়। 

দুর্ঘটনাস্থলেই মোজাম্মেল মারা যান। স্থানীয়রা রাজনকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। অবস্থা খারাপ হওয়ায় পরে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। রাজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সেলিম মিয়া।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী