নেত্রকোনার বারহাট্টায় বাসের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার ওরাদীঘি এলাকায় এই সংঘর্ষ হয়।
নিহত অটোরিকশার চালকের নাম জালাল মিয়া (৩০)। তিনি কলমাকান্দা উপজেলার গুতুরা গ্রামের কালাচান মিয়ার ছেলে।
বারহাট্টা থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, সকালে নেত্রকোনা থেকে একটি বাস কলমাকান্দা যাচ্ছিল। বাসটি ওরাদীঘি পৌঁছালে গুতুরারবাজার থেকে ছেড়ে যাওয়া চালবোঝাই অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক জালাল মিয়া মারা যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানান।