ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা দেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি।
আজ শনিবার দুপুরে প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সিপিবি উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায়, অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ডা. দিবালোক সিংহ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম খান প্রমুখ।