হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় বালুভর্তি ট্রাকে মিলল ১২০ বস্তা চিনি, গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ১২০ বস্তা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর পশ্চিম বাজার মোড় নামক এলাকায় থেকে ট্রাকসহ এসব চিনি জব্দ করা হয়। এ ঘটনায় মো. মহর আলী (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালকসহ ইমাম হোসেন ওরফে ইঞ্জিল হক (৪২) ও কাউছার মিয়া (৪০) পালিয়ে গেছে। ট্রাক চালকের নাম জানাতে পারেনি গ্রেপ্তার মহর আলী। গ্রেপ্তার মহর আলী পাশ্ববর্তী দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মুনসুরপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে চিনি এনে সেগুলো দেশি বস্তায় ভরে। পরে পুলিশের চোখ ফাঁকি দিতে বস্তাগুলো ট্রাকে তুলে তাঁর ওপর ত্রিপল দিয়ে বালুভর্তি করে জেলা শহরের দিকে রওনা হয়। গোপনে খবরে নাজিরপুর পশ্চিম বাজার মোড় এলাকায় অভিযান চালায় কলমাকান্দা থানার একদল পুলিশ। সন্দেহজনক ট্রাকটি থামিয়ে তল্লাশি করে বালুর নিচে থাকা ১২০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চিনি পায় পুলিশ। 

পরে চিনিসহ ট্রাকটি জব্দ করার পাশাপাশি মহর আলী নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তবে চালকসহ আরও দুই চোরাকারবারি পালিয়ে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মহর আলী পালিয়ে যাওয়া দুই চোরাকারবারি নাম প্রকাশ করে। তবে ট্রাক চালকের নাম জানাতে পারেনি। সেই সঙ্গে চিনিগুলো ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় মহর আলী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে চোরাকারবারিরা এমন অভিনব পন্থা অবলম্বন করেছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় মহর আলীকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী