হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় মগড়া নদী থেকে দাদি-নাতনির লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলা মগড়া নদী থেকে এক বৃদ্ধা ও তাঁর নাতনির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে বের হয়েছিলেন। আজ বুধবার সকালে নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার খলিশাউড়া ইউনিয়নের শিমুলকান্দি বহেরা কান্দা গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও তাঁর নাতনি লিজা আক্তার (৭)।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফাতেমা বেগম তাঁর শিশু নাতনিকে নিয়ে মেয়ে দেলোয়ারা বেগমের শ্বশুরবাড়ি নারায়ণডহর গ্রামের উদ্দেশে রওনা দেন। তাঁদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। কিন্তু দীর্ঘ সময়েও তাঁরা গন্তব্যে না পৌঁছানোয় রাত ৯টার দিকে ফাতেমার মেয়ে দেলোয়ারা তাঁর ভাই লিটন মিয়াকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মগড়া নদীর পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি করেন।

রাত সাড়ে ১০টার দিকে ফাতেমা বেগমের লাশ নদীতে ভাসতে দেখেন তাঁর স্বজনেরা। এ সময় সাত বছরের লিজাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নদীতে জাল ফেলে রাত পৌনে ১টার দিকে লিজার লাশ উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় কোনোভাবে ভারসাম্য হারিয়ে তাঁরা পানিতে পড়ে মারা যান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী