হোম > সারা দেশ > নেত্রকোণা

বারহাট্টা সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল কবীর খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ 
বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ময়মনসিংহ র‍্যাব-১৪, কিশোরগঞ্জ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট খায়রুল কবির খোকনের নেতৃত্বে নেতা কর্মীরা উপজেলার মাইল্যাব নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ২ লাখ টাকার বেশি মালামাল লুট ও ক্ষতি করে। এ ঘটনায় ১৯ আগস্ট আশিক মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। 

গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছেড়ে গা ঢাকা দেন খায়রুল কবির খোকন। এ মামলার পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব কর্মকর্তা মো. আশরাফুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে খায়রুল কবির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী