হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। আজ শনিবার সকালে উপজেলার পেরির চর গ্রামের সামনে থাকা পেরির বিলে তাদের দগ্ধ লাশ দেখতে পায় এলাকাবাসী। শুক্রবার বেলা ৩টার দিকে পেরির বিলে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরির চর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। সম্পর্কে তাঁরা মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। বিকালে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিন শেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাঁদের খোঁজে বের হন। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাঁদের লাশ দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তাঁদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী