হোম > সারা দেশ > নেত্রকোণা

ভাবিকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার পূর্বধলায় চাচাতো ভাইয়ের স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া (২৮) পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। হত্যার শিকার লিপি আক্তার (৩০) একই গ্রামের মো. আজিজুল ইসলামের স্ত্রী।

পিপি হাসেম বলেন, লিপির স্বামী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি করেন। গ্রামের বাড়িতে একা থাকতেন লিপি। এই সুযোগে তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন রাসেল। এতে লিপি রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। তিনি ২০২০ সালে ৩ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে গলা কেটে লিপিকে হত্যা করেন।

এই ঘটনায় লিপির বড় বোন ফেরদৌসী বেগম রাসেলকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জন সাক্ষ্য দেওয়ার পাশাপাশি আসামি রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রাসেলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বলে জানান পিপি।

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে