হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে ধানখেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে ধান খেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার। ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে একটি ধানখেত থেকে আছিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আছিয়া খাতুন ওই এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। তাঁর স্বামী জীবিত নেই। সংসারজীবনে তিনি নিঃসন্তান ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিরিশিরির শিরবির গ্রামের বোনের বাড়িতে থাকতেন আছিয়া। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলাজুড়ে ঘুরে বেড়াতেন। রাতের বেলায় কখনো বাড়ি ফিরতেন, কখনো ফিরতেন না। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দাখিনাইল চৌরাস্তায় স্থানীয় লোকজন তাঁকে ঘোরাফেরা করতে দেখে। কিন্তু ওই রাতে তিনি বাড়ি ফেরেননি। আজ শুক্রবার সকালে এলাকার একটি ধানখেতে পড়ে থাকা তাঁর মরদেহ স্থানীয় লোকজন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় লোকজন ও আছিয়া খাতুনের স্বজনদের ভাষ্যমতে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা, বয়কট মুক্তিযোদ্ধাদের

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই লাপাত্তা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে

কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরি, চার ভাটাকে জরিমানা

মোহনগঞ্জে এক গ্রাম থেকে তিন এমপি প্রার্থী

উদীচী ট্র্যাজেডি দিবসে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোনা

কৃষকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে, তদন্তে কমিটি

সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে: একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড