হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে ড্রেজার মালিকদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বালুর ড্রেজার মালিকদের হামলায় আহত সুরুজ আলীর (৭০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৪ এপ্রিল হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উপজেলার বড়ইকান্দি গ্রামের এই বাসিন্দা।

জানা গেছে, নদীর পাড় ঘেঁষে ওই এলাকার কিছু বালু ব্যবসায়ী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষে বাগ্‌বিতণ্ডা হয়। পরে গত ৪ এপ্রিল রাতে অভিযুক্তরা স্থানীয় দেলোয়ার হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে। এর প্রতিবাদ করলে আজহারুল ইসলাম ও সুরুজ আলীকে মারধর করে তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় সুরুজ আলীর মৃত্যু হয়।

হামলার ঘটনায় গত ৬ এপ্রিল ১০ জনকে অভিযুক্ত করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন বড়ইকান্দি গ্রামের দেলোয়ার হোসেন খোকন। অভিযুক্তরা হলেন রব মিয়া (৫৫), মাসুম মিয়া (২৬), জুয়েল মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৭), বাবুল মিয়া (৫৮), সোহান মিয়া সোহেল (২৬), সুলতান মিয়া (৩০), আবদুস সাত্তার (২৮), নওশাদ (৪০) ও কামরুল ইসলাম (২৯)। তাঁদের সবার বাড়ি দুর্গাপুরের আগাঢ়পাড়া গ্রামে এবং সবাই ড্রেজার মালিক। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘৬ এপ্রিল করা অভিযোগটি মামলা হিসেবে গৃহীত হয়েছে। গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গিয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার