হোম > সারা দেশ > নেত্রকোণা

চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে যাত্রীর মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ের তাণ্ডবে চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে যাত্রীর মৃত্যু হয়েছে। যাত্রীর নাম—আদম আলী ফকির (৫০)। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে সাগর মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের তাণ্ডবে চলন্ত অটোতে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছিলেন।

নিহত আদম আলী ফকির উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বন্দসাংসা গ্রামের মৃত সিরাজউদ্দীনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে অটো যোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে বিরিশিরি আঞ্চলিক সড়কের ঘোড়াইত নামক স্থানে পৌঁছাতেই হঠাৎ ঝড়ের কবলে পড়লে বড় একটি গাছ অটোর ওপর পড়ে। এ সময় আদম আলী অটোর ভেতরেই চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মৃত্যুর খবর পেয়েছি। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার