হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে ধর্ষণ মামলার ৫ মাস পরে প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, মদন (নেত্রকোনা) 

নেত্রকোনার মদনে ধর্ষণ মামলার ৫ মাস পর প্রধান আসামি আজিজুলকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করে মদন থানার পুলিশ। এ সময় মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি খেলন মিয়া (৪০) ও ওয়ারেন্টভুক্ত আসামি ইসলাম উদ্দিনকেও (৩৫) একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ৩ আসামির বাড়ি মদন উপজেলায়। তাদের কে সোমবার দুপুরে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর দেওয়ান পাড়া গ্রামের মৃত আছেন আলীর ছেলে আজিজুল প্রতিবেশী এক কিশোরীকে (১৩) একাধিকবার জোড়পূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে ২০২১ সালের ২৩ এপ্রিল আজিজুল ও তাঁর স্ত্রী জরিনা আক্তারকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার পরদিন আসামি জরিনা আক্তারকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে গ্রেপ্তার করা হলেও আজিজুল পালিয়ে যায়। এদিকে ওই কিশোরী ২০২১ সালের ১৪ জুন একটি ছেলে সন্তান জন্ম দেয়। রবিবার ভোরে মদন থানার এস আই মোশারফ হোসেন ফরাজী ফোর্স নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে আসামি আজিজুলকে গ্রেপ্তার করে। একই এলাকা থেকে সাজাপ্রাপ্ত উপজেলার শিবপাশা গ্রামের খেলন মিয়া ও ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করে মদন থানায় নিয়ে আসা হয়। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ধর্ষণ মামলার প্রধান আসামি আজিজুলকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি খেলন ও ওয়ারেন্টভুক্ত আসামি ইসমাইল কে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক