হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় মগড়া নদীতে ভাঙন, ধসের ঝুঁকিতে উপস্বাস্থ্য কেন্দ্র

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টির পানিতে নেত্রকোনা আটপাড়ার মগড়া নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এতে ধসের ঝুঁকিতে রয়েছে নাজিরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রটি। স্থানীয়দের দাবি দ্রুত ভাঙন রোধে কাজ করার।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারের পাশে উপস্বাস্থ্য কেন্দ্রটিতে শত শত মানুষ চিকিৎসা নেন। দুই তলা ভবনের ১০ শয্যার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এটি। মগড়া নদী তীরে ভাঙন দেখা দেওয়ায় নাজিরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রটি ধসের ঝুঁকিতে আছে।

স্থানীয়দের বলেন, যেকোনো মুহূর্তে ধসে যেতে পারে উপস্বাস্থ্য কেন্দ্রটি। এতে প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন স্থানীয়রা।

নাজিরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মাসুদ রানা বলেন, উপজেলার সুখারী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের শত শত মানুষ প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকেন এখানে। সম্প্রতি মগড়া নদীর ভাঙন শুরু হয়েছে। হুমকিতে রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রটি। যেকোনো মুহূর্তে ধসে যেতে পারে।

তিনি আরও বলেন, ‘যদি উপস্বাস্থ্য কেন্দ্রটি ধসে যায়, তাহলে এই ভাটি অঞ্চলের মানুষের দুর্ভোগের শিকার হতে হবে। এ নিয়ে আটপাড়া উপজেলার ইউএনও স্যারকে অবহিত করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান বলেন, ‘নাজিরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মাসুদ রানা আমাকে বিষয়টি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি।

ইউএনও আরও বলেন, ‘জেনেছি জেলা প্রশাসক স্যারকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অবগত করেছেন, অল্প দিনের মধ্যেই উপস্বাস্থ্য কেন্দ্রের পাশেই মগড়া নদীর ভাঙন রক্ষার কাজ শুরু করবেন।’

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী