হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দ, ২ জনের নামে মামলা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

নেত্রকোনার দুর্গাপুরে জব্দ করা খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দের ঘটনায় দুজনের নামে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে এ মামলা করেন। গত বুধবার রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকা থেকে এসব চাল জব্দ করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তায় করে ১ হাজার ৯০ কেজি চাল গত বুধবার রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে নৌকায় করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন সেনাবাহিনীকে এ বিষয় জানান। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে বস্তাগুলো জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় নৌকায় থাকা লোকজন পালিয়ে যান।

চাল জব্দের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। এতে ক্রেতা ও মুন্সিপুর এলাকার সিদ্দিক মিয়া ও নৌকার মালিক সুলতান মিয়াকে আসামি করা হয়।

মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

জেলার খবর, ময়মনসিংহ, নেত্রকোনা, দুর্গাপুর, খাদ্য বান্ধব কর্মসূচি, চাল জব্দ, মামলা

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী