হোম > সারা দেশ > নেত্রকোণা

মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ৩ জনের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

মোহনগঞ্জে ভ্রাম্যমাণ আদালত টিকিট কালোবাজারির অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে তিন ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এর পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর নাজমুজ সাকিব এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বেলা ৩টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার মো. খসরু (২৫), একই এলাকার ফুল মিয়া (৪৫) ও জামালপুরের মেলান্দহ উপজেলার পাঁচপয়লা গ্রামের আবু সাইম (২৫)। তাঁদের মধ্যে খসরু ও সাইমকে ৫০০ টাকা ও ফুল মিয়াকে ৯০০ টাকা জরিমানা করা হয়।

সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার থেকে আগে থেকেই কিনে রেখে অধিক দামে যাত্রীদের কাছে বিক্রি করে একটি চক্র। যাত্রীদের থেকে এমন অভিযোগ পেয়ে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।

মো. মাহমুদুল হাসান মেহেদির নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা তিনজন টিকিট কালোবাজারিকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। পাশাপাশি তাঁদের অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ‍ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে থানাহাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হবে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী