হোম > সারা দেশ > নেত্রকোণা

দুই ভাইয়ে দ্বন্দ্ব, নেত্রকোনায় রেজভীয়া দরবারের ওরস স্থগিত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার রেজভীয়া দরবারের ৬৩তম ওরস স্থগিত করা হয়েছে। দরবারের উত্তরাধিকার দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দুই দিনব্যাপী সেখানে ওরস হওয়ার কথা ছিল।

গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সাংবাদিকদের এই তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, ‘রেজভীয়া দরবার শরীফের পরিচালনা কমিটির মধ্যে দুটি পক্ষ রয়েছে। বিবদমান পক্ষ দুটি মারমুখী অবস্থায় থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। তাই পক্ষ দুটিকে নিয়ে বুধবার বিকেলে জরুরি সভা ডাকা হয়। কিন্তু কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। যে কারণে ওরস স্থগিত করা হয়েছে। বিষয়টি এলাকাবাসীকে জানাতে মাইকিং করা হচ্ছে। তবে দুই পক্ষ নিজেদের মধ্যে ঐক্যে পৌঁছাতে পারলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’

স্থানীয় বাসিন্দা, দরবার ও প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার সতরশ্রী এলাকায় রেজভীয়া দরবারে প্রতি বছর ফাল্গুনে দুই দিনব্যাপী ওরস হয়। দরবারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আকবর আলী রেজভী ২০১৫ সালের ৩০ আগস্ট মারা যান। তাঁর তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। তাঁর দরবারের তিনজন উত্তরাধিকারীর মধ্যে ছোট ছেলে নাজিরুল আমীন রেজভী আলাদাভাবে ওরস করেন। 

আকবর আলীর বড় ছেলে ছদরুল আমীন রেজভী ও মেজ ছেলে সিরাজুল আমীন রেজভী দরবারের দায়িত্বে ছিলেন। কিন্তু বড় ছেলে ছদরুল আমীন ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে অন্য দুই ভাইয়ের মধ্যে দরবার নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাঁদের মধ্যে একাধিক মামলা চলছে। এবার পৃথক মঞ্চ করে কার্যক্রম চালানো নিয়ে দুই পক্ষে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, ‘আমরা দুই পক্ষকে নিয়ে একাধিক বৈঠক করেছি। কিন্তু দুই পক্ষই তাদের জায়গায় অনড়। তাই সব দিক বিবেচনা করে ওরস স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী