হোম > সারা দেশ > নেত্রকোণা

দুই ভাইয়ে দ্বন্দ্ব, নেত্রকোনায় রেজভীয়া দরবারের ওরস স্থগিত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার রেজভীয়া দরবারের ৬৩তম ওরস স্থগিত করা হয়েছে। দরবারের উত্তরাধিকার দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দুই দিনব্যাপী সেখানে ওরস হওয়ার কথা ছিল।

গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সাংবাদিকদের এই তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, ‘রেজভীয়া দরবার শরীফের পরিচালনা কমিটির মধ্যে দুটি পক্ষ রয়েছে। বিবদমান পক্ষ দুটি মারমুখী অবস্থায় থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। তাই পক্ষ দুটিকে নিয়ে বুধবার বিকেলে জরুরি সভা ডাকা হয়। কিন্তু কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। যে কারণে ওরস স্থগিত করা হয়েছে। বিষয়টি এলাকাবাসীকে জানাতে মাইকিং করা হচ্ছে। তবে দুই পক্ষ নিজেদের মধ্যে ঐক্যে পৌঁছাতে পারলে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’

স্থানীয় বাসিন্দা, দরবার ও প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার সতরশ্রী এলাকায় রেজভীয়া দরবারে প্রতি বছর ফাল্গুনে দুই দিনব্যাপী ওরস হয়। দরবারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আকবর আলী রেজভী ২০১৫ সালের ৩০ আগস্ট মারা যান। তাঁর তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। তাঁর দরবারের তিনজন উত্তরাধিকারীর মধ্যে ছোট ছেলে নাজিরুল আমীন রেজভী আলাদাভাবে ওরস করেন। 

আকবর আলীর বড় ছেলে ছদরুল আমীন রেজভী ও মেজ ছেলে সিরাজুল আমীন রেজভী দরবারের দায়িত্বে ছিলেন। কিন্তু বড় ছেলে ছদরুল আমীন ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে অন্য দুই ভাইয়ের মধ্যে দরবার নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাঁদের মধ্যে একাধিক মামলা চলছে। এবার পৃথক মঞ্চ করে কার্যক্রম চালানো নিয়ে দুই পক্ষে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, ‘আমরা দুই পক্ষকে নিয়ে একাধিক বৈঠক করেছি। কিন্তু দুই পক্ষই তাদের জায়গায় অনড়। তাই সব দিক বিবেচনা করে ওরস স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনায় ২১০০টি ইয়াবাসহ আটক ২