হোম > সারা দেশ > নেত্রকোণা

ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, চিকিৎসকসহ ক্লিনিকের সবাই পলাতক 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসূতি মৃত্যুর পর থেকে ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ মালিকপক্ষের লোকজন পালিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় ডিজিটাল সেবা হাসপাতালে এ ঘটনা ঘটে। 

নিহত প্রসূতির নাম রিপা আক্তার (২২)। তিনি জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের রফিক মিয়ার স্ত্রী। 

রফিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার আমার স্ত্রী রিপাকে ডিজিটাল সেবা নামের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে অস্ত্রোপচারের পর মেয়ে সন্তানের জন্ম হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রিপা ও আমাদের সন্তান সম্পূর্ণ ভালো ছিল।’ তিনি আরও বলেন, ‘পরে নতুন একজন নার্স এসে রিপার হাতে থাকা ক্যানোলা খুলে দেয়। রিপাকে একটি ইনজেকশনও দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরপরই আমার স্ত্রীর শরীর নিস্তেজ হয়ে যায়। পরে ও সেখানে মারা যায়। এ ঘটনার পর থেকে নার্সসহ হাসপাতালে কর্তব্যরত সবাই পালিয়ে যায়।’ তবে মেয়েশিশুটি সুস্থ আছে বলে জানান তিনি। 

খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। 

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু