হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ‘পারিবারিক বিরোধের জেরে’ কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা তবিয়ারগাতী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম বাশার মিয়া (১৭)। তিনি গগডা তবিয়ারগাতী গ্রামের আবুল কাশেমের ছেলে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে ওসি এনামুল হক জানান, উপজেলার তবিয়াগাতী গ্রামের আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আবুল হাসেমের বিরোধ চলে আসছিল। আজ রোববার সন্ধ্যায় আবুল কাশেমের ছেলে বাশার মিয়ার আর আবুল হাসেমের ছেলে সারোয়ার মিয়া ব্যাডমিন্টন খেলছিল। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। 

একপর্যায়ে সারোয়ার তার কাছে থাকা ছুরি দিয়ে বাশারের শরীরে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন বাশারকে দ্রুত পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর থেকে আবুল হাসেম ও তার ছেলে পলাতক। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। 

ওসি মো. এনামুল হক আরও বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী