হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে শ্যালিকার শ্বশুরকে দা দিয়ে কুপিয়ে হত্যা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শ্যালিকার শ্বশুরকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এমদাদুল (২৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নে বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম জাহেদ আলী (৪২)। তিনি একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। অভিযুক্ত এমদাদুল একই ইউপির বানিয়াপাড়া গ্রামের আব্দুল ছালামের ছেলে। তেলিপাড়া গ্রামের আকবর মিয়া নামে এক ব্যক্তির ছোট মেয়েকে বিয়ে করেন নিহত জাহেদ আলীর ছেলে রেজাউল এবং বড় মেয়েকে বিয়ে করেন এমাদাদুল। 

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল এমদাদুলের। এ নিয়ে তাঁদের স্বামী-স্ত্রীর সম্পর্ক খারাপের দিকে যেতে থাকে। সম্পর্ক ঠিক করার জন্য পারিবারিকভাবে দেনদরবার ও কালক্ষেপণ করা হচ্ছে—এমদাদুলের এমন সন্দেহের তীর ওঠে জাহেদ আলীর দিকে। ঘটনার দিন বিকেলে বেগুন গাছের চারা দেওয়ার কথা বলে এমদাদুল ফোন করে তাঁর বেগুন খেতে ডেকে আনেন জাহিদ আলীকে। কথাবার্তার একপর্যায়ে এমদাদুল দা দিয়ে প্রথমে পায়ে কোপ দিলে জাহিদ আলী পড়ে যান। পরে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন জাহিদ আলী। ঘটনার পর দৌড়ে পালিয়ে যান এমদাদুল। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক