হোম > সারা দেশ > নেত্রকোণা

‘ভুয়া’ ও ‘মৃতদের’ ভোটে মাদ্রাসার কমিটি, তদন্তে কমিটি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আনন্দপুর আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে মৃত ব্যক্তিদের ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

আজ মঙ্গলবার দুপুরে ইউএনও মো. আবুল হাসেম অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেনকে দায়িত্ব দিয়েছেন। 

গত ১০ নভেম্বর ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে বিভিন্ন অনিয়ম এনে ছাত্র অভিভাবক আহসানুল কবির ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৬ অক্টোবর ভোটের মাধ্যমে আনন্দপুর আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হয়। পরে তাঁদের সিদ্ধান্ত মোতাবেক কমিটির সভাপতি নির্বাচন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় লিয়াকত আলী। এই নির্বাচনের ভোটার তালিকায় মোট ৪৯৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে তিন অভিভাবক সদস্য বেশ কিছুদিন আগেই মারা গেছেন। এ ছাড়া ওই মাদ্রাসায় কোনো শিক্ষার্থী পড়াশোনা করে না এমন আরও ৪০-৪৫ জনকে অভিভাবক সদস্য হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তবে ভোটার তালিকায় নাম থাকা এক-দুই জন অভিভাবক মারা গেছেন। সেটা ভোটার তালিকা প্রকাশের সময় খেয়াল করা হয়নি।’ 

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, ‘অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

তদন্ত কমিটি গঠনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘দ্রুত তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।’

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার