হোম > সারা দেশ > নেত্রকোণা

ছাত্রদল নেতার দোকানে হামলার অভিযোগে আ.লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে আওয়ামী লীগের নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু বাদী হয়ে থানায় এ মামলাটি করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার শাহীন মিয়া সদরের কুলিয়াটি গ্রাম ও জসিম উদ্দিন মৈধাম গ্রামের বাসিন্দা। তাঁরা দুজন মদন উপজেলার আওয়ামী লীগের কর্মী। 

মামলায় মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার খান এখলাছসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর আসামিরা দলবদ্ধ হয়ে চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের মেহেদি হাসান মিন্টুর দোকানে হামলা চালান। এ সময় তাঁর দোকানে ভাঙচুর করে মালপত্র লুটপাট করে নিয়ে যান। এ ঘটনায় শুক্রবার রাতে বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, ‘মেহেদি হাসান মিন্টু ওরফে নবাবের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আসামি শাহীন মিয়া ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে রোববার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র