নেত্রকোনার পূর্বধলায় ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টা করার সময় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার হামিদপুর বাজার এলাকার নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক থেকে তাঁদের আটক করা হয়। এ সময় দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আজ রোববার সকালে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের মো. খাইরুল ইসলাম (৪২) ও আল মামুন (৪৪)।
সেনা কর্মকর্তা জিসানুল হায়দার বলেন, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হামিদপুর বাজার এলাকায় গত রাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি (সেন্টমার্টিন পরিবহন) বাস থামায় দুই ব্যক্তি। বাসে উঠে ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করেন তাঁরা। তাতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজট দেখে সেনাবাহিনীর একটি টহল দল এগিয়ে যায়। সেনাবাহিনী দেখে পালানোর চেষ্টা করলে ওই দুই যুবককে আটক করা হয়। আটক দুজনকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।