হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় মাইক্রোবাস–সিএনজির সংঘর্ষ, আহত ৫ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আজ শুক্রবার উপজেলার পাটলী এলাকায় মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কে এ ঘটনা ঘটে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরাকোনা থেকে একটি মাইক্রোবাস বিয়ের বরযাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা দেয়। অপদিকে মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথে বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসের দুজন ও সিএনজির তিনজনসহ মোট পাঁচজন যাত্রী আহত হন। তবে কেউই গুরুতর আহত হননি। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান তারা। সংঘর্ষে সিএনজি অটোরিকশাটির অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়। আর মাইক্রোবাসটির একপাশ দেবে যায়।

বারহাট্টা থানার ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিএনজি অটোরিকশাটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘটনাস্থলে রয়েছে। এর যাত্রীরা অন্য যানবাহনে করে গন্তব্যে চলে গেছে। আর মাইক্রোবাসটি বরযাত্রী নিয়ে চলে গেছে। এ ঘটনায় পাঁচ যাত্রী সামান্য আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

আপত্তিকর টিকটক ভিডিও, তিন যুবককে খুঁজছে পুলিশ

নেত্রকোনা সীমান্তে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার