হোম > সারা দেশ > নেত্রকোণা

চাচাদের হুমকিতে বই আনতেও বাড়ি যেতে পারছেন না কলেজছাত্রী

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সরকারি কলেজের বাংলা সাহিত্যের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ও তার পরিবার জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাদের হুমকির কারণে বাড়ি যেতে পারছেন না। দীর্ঘদিন পর কলেজ খোলা হলেও বইপত্র বাড়িতে থাকায় তিনি পড়াশোনাও করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। 

ওই কলেজছাত্রীর বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রামনাথপুর গ্রামে। তার দাবি চাচাদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে নেত্রকোনা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দাখিল করলেও পুলিশ এখনো বিষয়টি সুরাহা করতে পারেনি। 

কলেজছাত্রী আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবার সম্পত্তি চাচা সিদ্দিকুর রহমান ও চাঁনফর আলী মিলে বিক্রি করে দেন সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য করিম মেম্বারসহ দুজনের কাছে। এ নিয়ে এ বছরের মার্চের ১৭ তারিখ দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রীর বাবা শহর উদ্দীন আহত হয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। এরপর থেকেই ওই ছাত্রী, তার অপর দুই বোন, ভাই এবং বাবা-মা বাড়িতে যেতে পারছেন না। সংঘর্ষের সপ্তাহখানেক পর কলেজছাত্রীর মা বাড়িতে গেলেও সিদ্দিকুর রহমান ও তার ছেলে আলমগীর এবং চাঁনফর আলীর হুমকিতে বাড়িতে উঠতে পারেননি। পরে নেত্রকোনা জেলার পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন ওই কলেজছাত্রীর পরিবার। পরে পুলিশ সুপার বিষয়টি তদন্তের নির্দেশ দেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। 

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিদ্দিকুর রহমানের ছেলে আলমগীরের মোবাইল ফোনে বারবার কল করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান আজকের পত্রিকাকে বলেন, ওই কলেজছাত্রীকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলেন। সে যদি বাড়িতে যেতে না পারে তাহলে আমার পুলিশ তাকে এবং তার পরিবারকে বাড়িতে পৌঁছে দেবে।

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার