হোম > সারা দেশ > নেত্রকোণা

সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে

প্রতিনিধি

দুর্গাপুর (নেত্রকোনা): টানা দুই দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে কুল্লাগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া অনেক এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে বড় আকারের বন্যা হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোমেশ্বরী নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন আতঙ্কে দিন-রাত কাটাচ্ছে তীরবর্তী শিবগঞ্জ, ডাকুমারা, কুল্লাগড়া, বড়ইকান্দি, রানীখংসহ বেশ কিছু এলাকার মানুষ। অনেকেই ভাঙনের ভয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত জানান, দুর্গাপুর পয়েন্টের সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপদ সীমা ১২ দশমিক ৫৫ মিটার পানি প্রবাহিত হচ্ছে। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে বিপদ সীমা ১৫ দশমিক ৮৯ মিটার। সেখানে পানি প্রবাহিত হচ্ছে ১৪ দশমিক ৫২ মিটার। দুর্গাপুর উপজেলার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬৮ মিলিমিটার।

দুর্গাপুরের ইউএনও রাজিব উল আহসান বলেন, ‘উজানের ঢল মোকাবিলায় আমরা এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। নদীর তীরবর্তী অঞ্চলগুলোর জনপ্রতিনিধিদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। তাঁরা তীরবর্তী এলাকার মানুষের মাঝে দ্রুত সেবা পৌঁছে দিতে কাজ করছেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে আমাদের টিম প্রস্তুত রয়েছে।’

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শুরু না হওয়ায় শঙ্কায় কৃষক

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন: ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ, উদ্যোক্তার স্বামী কারাগারে

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির অভিযোগ, ইউপি উদ্যোক্তার স্বামী গ্রেপ্তার

ভাড়াটে চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলেন স্ত্রী, বাধা দেওয়ায় স্বামীকে হত্যা: পুলিশ

নেত্রকোনায় অটোস্ট্যান্ডে যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার