হোম > সারা দেশ > নেত্রকোণা

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

ঘটনাস্থলে পুলিশ ও উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে খামারের পাহারাদারকে ঘরের খুঁটিতে বেঁধে হত্যা করে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোনো সময় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. জয়নাল মিয়া (৬৫)। তিনি উপজেলার একই ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। দুই মাসের বেশি সময় ধরে ওই গরুর খামারে কর্মরত ছিলেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া ছাড়া আরও দুজন কর্মচারী খামারটিতে কাজ করেন। গতকাল রাত ১০টার দিকে হেলাল নামের এক পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতেরটা বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। আজ সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিতে গেলে ঘরের পালার সঙ্গে বাঁধা অবস্থায় তাঁকে মৃত দেখতে পান। পরে তিনি খামারের মালিকসহ অন্যদের জানান।

খামারমালিক মাহবুবুল হক জানান, ১১টি গরুর মধ্যে সাতটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আল-ইমরানুল আলম বলেন, ধারণা করা হচ্ছে, গতকাল রাত ১০টার পর থেকে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত ও রহস্য উদ্‌ঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নেত্রকোনা-৪ আসন স্বামী বাবরকে ছেড়ে দিলেন শ্রাবণী

পাঁচ আসন: নেত্রকোনায় কৌশলী জামায়াত, আত্মবিশ্বাসী বিএনপি

দুর্গাপুরে গার্ডার সেতু নির্মাণ: দুই বছর আগে মেয়াদ শেষ, হয়েছে শুধু খুঁটি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র