হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় ডোবায় পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ডোবায় পড়ে আদিত্য রুরাম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটি ওই গ্রামের মৃত গাসু ঘাগরা ও লোনা তেরেজা রুরাম দম্পতির সন্তান এবং সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী ও স্বজনেরা জানান, আদিত্য রুরামের জন্মের এক বছরের মাথায় তার বাবা গাসু ঘাগরা মারা যান। এর তিন বছর পর তার মা লোনা তেরেজা রুরাম মারা যান। পরে নানি মিতালির কাছে থাকত রুরাম আদিত্য।

তারা আরও জানান, মঙ্গলবার স্কুল ছুটির পর আদিত্য রুরাম বাড়িতে বই রেখে বন্ধুদের সঙ্গে পাশে একটি জমিতে খেলাধুলা করছিল। জমির পাশেই ছিল ৭ / ৮ ফুটের গভীর একটি ডোবা। হঠাৎ ওই ডোবায় পড়ে যায় আদিত্য। অন্য শিশুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

তাদের ডাক–চিৎকারের স্থানীয়রা ছুটে আসেন। পরে ডোবা থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, আদিত্য রুরাম মেধাবী ছিল। আচরণ ছিল খুব নর্ম ভদ্র। তার অকাল মৃত্যুতে শিক্ষক–শিক্ষার্থীসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু কখনো কাম্য নয়।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, ‘হাসপাতালের নিয়ে আসার আগেই আদিত্য মারা গেছে।’ 

কলমাকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে আদিত্যর মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’

ট্রেন থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

অন্যের জমি দখলে রাতারাতি ঘর বানিয়ে সাঁটানো হলো বাউল সাধকের ব্যানার

জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

নেত্রকোনায় রোহিঙ্গা-এনআইডি চক্র

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

৩৫তম প্রয়াণ দিবস: নতুন প্রজন্মের কাছে কমরেড মণি সিংহের সংগ্রাম ও আদর্শ তুলে ধরার আহ্বান

নেত্রকোনায় খাবার ভেবে বিষ খেল তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসব শুরু